যুক্তরাষ্ট্রের পেভেল হিলস ইউনিভার্সিটির সঙ্গে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চুক্তি

যুক্তরাষ্ট্রের পেভেল হিলস ইউনিভার্সিটির সঙ্গে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চুক্তি

যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ও প্রাচীন বিশ্ববিদ্যালয় ‘পেভেল হিলস ইউনিভার্সিটি’র সঙ্গে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চুক্তি সাক্ষর হয়েছে।সংবাদপত্রের সাবস্ক্রিপশন

২২ জুলাই দ্বিপাক্ষিক চুক্তিতে সাক্ষর করেন পেভেল হিলস ইউনিভার্সিটি’র পরিচালক এন. শার্লি ও সিবিআইইউ এর রেজিস্ট্রার রাজিদুল হক।


এই চুক্তির অধীনে উচ্চশিক্ষা গ্রহণেচ্ছুক সিবিআইইউ এর শিক্ষার্থীরা পাবে নানা সুযোগ সুবিধা। তার মধ্যে রয়েছে, ক্রেডিট ট্রান্সপার, একাডেমিক প্রোগ্রাম, সার্টিফিকেশন।


পেভেল হিলস ইউনিভার্সিটি’র সঙ্গে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিরশিক্ষার্থীরা পাবে যৌথ গবেষণার সুবর্ণ সুযোগ।

এরই মাধ্যমে কক্সবাজারের একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয় সিবিআই-এর শিক্ষার্থীরা বিশ্বমানের প্রতিষ্ঠানে সহজ শর্তে উন্নত কারিকুলামে শিক্ষা গ্রহণের পথ সুগম হলো।

একাডেমিক চুক্তির জন্য পেভেল হিলস ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।

উল্লেখ্য, ইতোপূর্বে আমেরিকার প্রাচীন বিশ্ববিদ্যালয় এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটি, ওয়াশিংটন ইউনিভার্সিটি সাইন্স এন্ড টেকনোলজির সাথে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্পোরেট চুক্তি সম্পাদন হয়।

Recent News